Lockdown | Mahmud Dipok

লকডাউন !
গ্রাম গঞ্জ আর শহর টাউন
সর্বস্তরে লকডাউন !
মেঠো পথ,আর সকল পাড়া
গৃহবন্ধি দিশেহারা !
তোমার আমার সকল বাড়ি
হল যে এক নোটিশ জারি।
ঘর থেকে যেন নাইবা নড়ি
নচেৎ গুনতে হবে যে টাকা কড়ি !
প্রশাসন আজ বড়ই কড়া
পড়ে যাবে হাতকড়া !
পাড়া মহল্লা আর সকল গ্রাম
নেই তো কোন ধ্রুম-ধ্রাম !
সবাই শুধু শুধায় বানী
ঘর বন্দি থাকতে হবে,
বাইরে মাস্ক পড়তে হবে
এসব যেন সবাই মানি ।।
করোনা থেকে বাঁচতে হবে,
বাঁচাতে হবে দেশ ও জাতি
নেতা বলুন নেত্রী বলুন
এটাই এখন রাজনীতি !
দেশ চালানো,এতই সহজ
নোটিশ দিলেই তা, হয় যে ফরজ !
কার কিভাবে বাজার হবে
দিনের শেষে কে কি খাবে ?
কার হাড়িতে জ্বলছে আগুন,
কে তার খবর রাখছে কবে ?
লকডাউন ! লকডাউন !
গ্রাম গঞ্জ আর শহর টাউন
সর্বস্তরে লকডাউন ।।মাহমুদ দীপক ০৪ ০৭ ২১ইং



0 মন্তব্যসমূহ