জন্মদিন #জন্মদিন_জন্মক্ষন ক্রমশই আজ দূরে চলে যাচ্ছে, পেরিয়ে গেছে অনেক দিন,অনেক সময়,অনেক বছর,সুখের মুহুর্ত,মধুর স্মৃতি।
মনেপড়ে শৈশবের সেই দিন গুলির কথা, মনেপড়ে মায়ের সেই মমতাময়ী মুখখানি। কৈশোরে দেরি করে বাড়িতে ফেরার জন্য মায়ের বকুনির কথা, মায়ের আঁচলে মুখ লুকানো সেই বায়নাগুলোর কথা, বাবার রক্তচক্ষু, নিয়ম মাফিক জীবন যাপনের নিমিত্তে কড়া শাসনের কাঠগড়া উপেক্ষা করে, স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ফুটবল ম্যাচে অংশগ্রহনের কথা, সপ্তাহের শেষ বৃহস্পতিবার টিফিনে পর স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা আরো কত কি!
শৈশবের মধুর স্মৃতি কার না আছে, শৈশব কৈশর পেরিয়ে বয়স বাড়ে আর শুধুই স্মৃতি আঁখড়ে বেচে থাকা। জীবনের মধুর স্মৃতিগুলো যেন শৈশবেই ঘটে যায়। তারপর জীবন জীবিকার নিমিত্তে ছুটে চলা কে কার আগে যেতে পারে, যেন দৌড় প্রতিযোগিতা। একটা সময় চলতে চলতে ক্লান্ত শরীরটা শ্রান্ত অবশান্ত হয়ে জীবন সায়াহ্নের দিকে এগিয়ে চলে। তারপরও জীবনটা বড়ই মধুর। তবে যতটুকু সম্ভব জীবনকে উপভোগ করতে হবে। কারন জীবন একটাই।
#জন্মদিন এলেই আজকাল মনে হয় সায়াহ্নের দিকে আরো এক কদম এগোনো হলো আমার। আজ জীবনের এই গোধূলি বেলায় পিছনে ফিরে তাকাতে ইচ্ছে করে মাঝে মাঝে। ভাবতে ইচ্ছে করে স্কুলে - কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ছোটবেলায় জীবনটাকে যেভাবে কল্পনা করেছি আর আজকে যে জীবন আমি যাপন করে যাচ্ছি তার কোথাও কি কোন মিল আছে কিনা?
কিছুটা প্রাপ্তি আর অপ্রাপ্তি হলেও, সৃষ্টিকর্তা আমাকে ভালোই রেখেছেন।
হাজারো শুকরিয়া যেন তার দরবারে।
তাই মন কেঁদে উঠে বলে....
শুন্য হাতের ভিখারি আমি, তোমার দয়ায় খাই,
তোমার ধর্ম, তোমার কর্ম, ব্রত মেনে করে যাই।।
তোমার এ জীবন সঁপিয়াছি আমি, তোমারই চরন তলে,
তোমাতেই ত্রান, তোমাতেই প্রান,অশরীরি নাশ, হবে যে মানব কুলে।।
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোর, মোহ ক্রোধ লোভ যত,
তোমার চরনে সঁপিয়েছি আমি, আমার সকল ক্ষত।।
তোমার যে দায় বহিয়াছি আমি, সে সম শক্তি দিও মোরে প্রভু,
মরনের পর তোমার সে দায়, পথভ্রষ্ট যেন না হয় কভু ।।
এভাবেই হৃদয়ের সকল ক্ষত সমার্পন করে আজ আমি সিক্ত।
প্রকৃতি ও পৃথিবী দিয়েছে প্রত্যাশার চাইতেও অনেক বেশী কিছু।
হয়ত সবটাই হয়েছে,আপনাদের দোয়া আর ভালোবাসায়,
এজন্য আপনাদের কাছে আমি চিরঋণী।
এভাবেই আপনাদের পাশে চাই আজীবন আমরন।।
সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অনেক শুভকামনা রইলো।
সেই সাথে থাকছে, #জন্মদিনে আমায় শুভকামনা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।
দীপক, ১০ই অক্টোবর ২০২১
0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.