আমার ভালোবাসা
তুমি এসেছিলে তাই, ভালবেসেছিল এই মন,
তুমি এসেছিলে তাই, সুস্থ সজীব এ প্রাণ।
তুমি এসেছিলে তাই, স্বপ্নরা সারক্ষন,
তুমি এসেছিলে তাই, জীবন হয়েছে এমন!
তুমি এসেছিলে তাই, হৃদয়ের ক্ষত সিক্ত হয়েছে যত,
তুমি এসেছিলে তাই, গভীর রজনী কাটিয়ে দিয়েছি জোছনায় অবিরত।
তুমি এসেছিলে তাই, খুলে দিয়েছি মনের দখিনা দ্বার।
তুমি এসেছিলে তাই, ভুলতে পেরেছি হৃদয়ের যত ক্ষার।
0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.