ভালবেসেছিল এই মন | মাহমুদ দীপক


তুমি এসেছিলে তাই, ভালবেসেছিল এই মন,
তুমি এসেছিলে তাই, সুস্থ সজীব এ প্রাণ।
 
তুমি এসেছিলে তাই,স্বপ্নরা সারক্ষন,
তুমি এসেছিলে তাই, জীবন হয়েছে এমন!  
 
তুমি এসেছিলে তাই, হৃদয়ের ক্ষত সিক্ত হয়েছে যত,
তুমি এসেছিলে তাই,গভীর রজনী কাটিয়ে দিয়েছি জোছনায় অবিরত।
 
তুমি এসেছিলে তাই, খুলে দিয়েছি মনের দখিনা দ্বার।
তুমি এসেছিলে তাই, ভুলতে পেরেছি হৃদয়ের যত ক্ষার।

দশ অক্টোবর একুশ।

তোমার চোখে আকাশ দেখি
তোমার চোখে সাগর
তোমার ছোঁয়ায় ভুলাই এ মন
বুকের চাপা পাথর।
 
তোমার ছোঁয়ার স্নিগ্ধ স্নানে
পরশ বুলায় আমার প্রাণে।
ভালোবাসার পরশে যে তাই
ঋতুর সাথে মনটা রাঙাই।
 
তোমার খোঁপার ফুলের গন্ধে
ভালোবাসার আবেশ টুকু
বাড়ায় আমার মনের জ্যোতি
হোক সে আমার যতই ক্ষতি 

১লা ডিসেম্বার একুশ




0 মন্তব্যসমূহ