শুধু তোমার জন্য
পৃথিবীর
জন্য তুমি একজন মানুষ,
কিন্তু
কারও জন্য তুমি সারা পৃথিবী..
মনুষ্যজাতির
জন্য তুমি একজন নারী
কিন্তু
কারও জন্য তুমি নারীজাতির উদাহরন
প্রেম
মায়া ভালবাসা তোমার অলংকার
কিন্ত
কারও জন্য তুমি প্রাণ বাঁশরী
নারী
হিসেবে মাতৃত্ব তোমার অহংকার
কিন্ত
কারও জন্য তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ মা
জীবদ্দশার
শেষ দিনেও তুমি একজন যোদ্ধা
কিন্তু
কারও জন্য তুমিই একমাত্র বেচে থাকার অবলম্বন।
তাই
তোমাকে ভালো থাকতেই হবে
অন্তত
তাদের জন্য, যারা শুধু তোমার জন্য।
0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.