ছেলেবেলার দুর্গা পূজোয় ।। মাহমুদ দীপক




ছেলেবেলার দুর্গা পূজোয়,
..........................................
ঢাকের বাদ্যি, পুতুল মেলায়, পাপড় খাওয়ার ধুম
কেড়ে নিত কৈশরে মোর রোজ দুপুরের ঘুম।

মায়ের কাছে বায়না যত, রাত পোহালেই পূজোর ছুতো
পড়তে হবে নতুন জুতো, রঙিন পোশাক,
দেখতে যাব, ধুঞ্চি ধোঁয়ায় আরতি নাচ, আলোর ঝালর, আতশবাজি আরো কত কি,
আকুল সুরে শঙ্খ বাজে, ব্যাকুল করে মন।

সন্ধ্যা সাঁঝে শঙ্খ বাজে ঢাকের বাদ্যি স্মৃতির কোণে।
মন্ডবের সেই ফুলকো লুচি, সব্জি ভাজি, সন্দেশ
আর হলুদ বরন লাড্ডু-নাড়ুর স্বাদটি যেন আজও মনে।
আজ মহালয়ার আমন্ত্রনে, লুকিয়ে আছে সব মনের কোণে।


দুর্গামায়ের দশখানা হাত, এক হাতে তাঁর তীক্ষ্ণ ত্রিশূল
আর হাতে নীল পদ্ম, পাশে আছেন লক্ষী দেবী, স্বরসতী সদ্য,
আরও আছেন, দুপাশে তার গনেষদেব,আর কার্তিক,
মহামায়ার শক্তি রুপে, পায়ের তলায় অশুর কাঁপে!

দূর্গা থাকেন বনানীতে, লক্ষীবাজার, সূত্রাপুরে,
ঢাকেশ্বরী মন্দিরে আর উত্তরাতে বসুন্ধরায়।
দুর্গা থাকেন বনিকপাড়ায়, দোলখোলায়ও দূর্গা আছেন।

চণ্ডিপাঠে ঠাকুরমহাশয়, দুর্গা আছেন সকল হেথায়।
দুর্গা থাকেন আমার শহর, দুর্গা থাকেন তোমার গ্রামে।
প্রতিবারই হয় দেখা তাই দুর্গা সনে।

পড়ার মোড়ে রমনীদের সিঁদুর পরা বর্ণালি সব শাড়ির বাহার,
ফর্সা কালো শ্যামল নারীর হাসির ঝিলিক
চিত্রাহরিণ কিশোরীদের বিনুনি আর ওড়না-কামিজ,
প্রাজ্ঞ প্রবীন বয়স্করাও হাস্যমুখর,সমবেত।

দুর্গা আছেন সবখানে তাই, দুর্গা আছেন মনেপ্রাণে।
জয় মা দুর্গার জয়।।

সবাইকে শারদীয় শুভেচ্ছা।
জয় হোক অসাম্প্রদায়িক বাংলা ও বাঙালির।



0 মন্তব্যসমূহ