- ভুল করে প্রেম, আর প্রেম করে ভুল! সে শুধু দুটি হৃদয় কে কাঁদায়.........
- Lyric: Ashish debroy
- Tune & composition: shan shaik
- Singer: Mariom Maria
অপরিনত বয়সের প্রেম যা দুটি জীবনকেই কষ্ট দেয় না, দুটি পরিবার কেও ধংস করে দিতে পারে অনেক সময়। প্রেম করতে কোন বয়স লাগে না ঠিকই, তবে সেটা একটা পরিনত বয়সে হওয়াই উত্তম। আমাদের সমাজের অনেক কিশোর কিশোরী ঠিক এই ভুল টাই করে তার শেষ পর্যন্ত তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে না। প্রেম ভালোবাসা বলতে আমরা যাই বলি না কেন তাতে যদি সত্যিই পবিত্র উদ্দেশ্যে থাকে তবে সেখানে অবশ্যই পরম করুনাময় মহান আল্লাহ তালার একটা নেক নজর আসবেই। যা একটা সময়ে ভালো কিছু বয়ে আনে। মানুষের জীবনের সব চাওয়া হয়ত সব সময় পূর্ণ নাও হতে পারে, তবে এজন্য ভেঙ্গে পরা বা হতাশ হওয়ার কিছুই নাই। হয়ত এর থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে।
সবসময় পরম করুনাময় মহান আল্লাহ তালার উপর ভরসা ও বিশ্বাস রাখতে হবে। সেই সাখে আত্নবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে জীবনে।
গীতিকবি, লেখক, ও সংঙ্গীত শিল্পী আশিষদেব রায়ের গানটি এই পঠভুমিতেই লেখা। অসাধারন সুর ও সঙ্গীতায়জন করে গানটিকে পরিপূর্ণতায় রূপ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় তরুন সঙ্গীত পরিচালক শান শায়েক, গানটি এখন শুধুমাত্র মুক্তির অপেক্ষায় আছে।
যাই হোক, সবমিলিয়ে অসাধারন একটা সঙ্গীত আবহ সৃষ্টি হয়েছে গানটিতে যা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে।
#vulkoreprem
#mariommaria
#shan Shaik
#ashisdebroy
0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.