অদৃশ্য যমদূত ! মাহমুদ দীপক।

অদৃশ্য যমদূত !  মাহমুদ দীপক।

বাতাসে ভেসে বেড়ায়,
অদৃশ্য এক যমদূত!
নিঃশ্বাস রোধ করে,
অসহ্য যন্ত্রনায় গ্রাস করছে মানুষ।
গ্রাস করেছে সহস্র প্রাণ,
বিষাইছে বায়ু, শহরের কোলাহল।।
নিঃশ্বাসে বিশ, বিধেছে গলায়,
শ্বাসরোধ করে, অসহ জ্বালায়।
খাদ্যের সাথে, নিতে হয় বায়ু
যদিও না থাকে, সাধ্যের আয়ু।
ইথারে ইথারে ভেসে আসে যত
মৃত্যের মুখগুলি,
লাশের গননা, চলে দিনে রাতে
খবরের পাতা খুলি।
বেওয়ারিস লাস পরে আছে মেঝে
অভিমানে যেন, স্বজনেরে খুজে।
গ্রাস করিছে শ্রমিকের শ্রম,
মানবিক মানবতা।
মানুষে মানুষে হৃদ্রতা,
ভাব আর ভালোবাসা।।
পরাজিত করে মানব ক্ষমতা
দানবের বেশে লুটেছে সে প্রাণ।
রনতটে যেন একাই বিজয়ী
অসীম শক্তিধর।।
ক্ষমা করো প্রভু, প্রাণের মালিক,
এ যেমন সময়, তোমার ক্ষমায়,
প্রানের এ আকুল প্রার্থনায়।।
নিঃশেষ কর, এহ যমদুত
নিঃশেষ কর হে !
তব ক্ষমা যেন, প্রানের মুক্তি
বাঁচিবে সে প্রাণ, ধরায়ে শক্তি।।
--------------------
অদৃশ্য যমদূত!
মাহমুদ দীপক, ২০শে এপ্রিল২০২১।
কাওরান বাজার ঢাকা।
 #covid19poetry #MahmudDipok

0 মন্তব্যসমূহ