সরস্বতী পুজা
কাগজের ফুল কঞ্চিতে সেটে,
এঁটে করি বান্ডেল,
কত সব দিয়ে শৈশবে মোরা
সাজিয়েছি যে, বিদ্যাদেবীর প্যান্ডেল।
কেউ আকঁছে আলপনা
আর কেউবা করছে আলো
সমস্বরে গান গাইয়াছি মোরা,
আজো লাগে বড় ভালো।
প্যান্ডেল হল প্রতিমাটা এলো,
সবে যেন উৎসুক
শিশু, কিশোরের উল্লাসে
যেন মুখোরিত মুল্লুক।
পুজার প্রহরে পুষ্পাঞ্জলি
দিয়েছিলে তুমি এসে.
সিক্ত হৃদয়ে রক্ত গোলাপ
নিয়েছিনু ভালোবেসে।
নীল রঙের শাড়ীর আঁচলে
আজও তুমি যেন নীলাম্বরী
পুজার প্রহরে শুরুহল সেই
প্রথম প্রেমের হাতেখড়ি।
আজ তুমি নেই পুজার প্রহরে
আমি এসে অবশেষে
ম্মৃতির পাতায় অমলিন সব
ভালোবেসে অবশেষে।
--------------
মাহামুদ দীপক,
১লা ফেব্রুয়ারী ২৫,
সরস্বতী পুজা মন্ডপ, নিউইয়র্ক।
#vasantpanchami #vasantpanchami2025
0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.