Graphic Design For Beginners | Mahmud Dipok

 বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এর প্রচলন সব ক্ষেত্রেই বিরাজমান। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের প্রোডাক্ট প্রোমশন করতে অথবা নিজেদের ব্যাবসা অনলাইনে প্রসার এর জন্য গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দিয়ে থাকেন। পৃথিবীতে গ্রাফিক্স ডিজাইনারের যে পরিমান চাহিদা রয়েছে তার তুলনায় অনেক কম সংখ্যক ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার কাজ করে থাকে। এজন্য এই ক্ষেত্রে কাজ করা লোকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সটি করে নিতে পারেন। এই কোর্সটি ভালো ভাবে সম্পূর্ণ করে অবশ্যই একটি প্রফেশনাল অ্যাডভান্সড কোর্স (Professional Advance Course) করে নিতে অবশ্যই ভুলবেন না।

গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার।

গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে যে বিশেষ সফটওয়্যার গুলো প্রয়োজন তা দেখে নিন।

A. Adobe Photoshop
B. Adobe Illustrator 
C. CorelDRAW Graphics Suite X5
D. Adobe In Design
E. Adobe Flash
F. Coral Paint Shop Photo Pro X3 



0 মন্তব্যসমূহ