Video Editing & Motion Graphics

ভিডিও এডিটিং,

ক্যামেরায় ধারণকৃত যেকোনো ভিডিও ফুটেজ, যেকোনো এডিটিং প্লাটফর্মে এনে টাইম ফ্রেমে ভাগ করে অপ্রয়োজনীয় ক্লিপ বাদ দেয়া, ক্লিপ আগে পরে করা, ভিডিওর ভেতরে কোন কথা বলার দৃশ্যে ভয়েস এর আশেপাশে প্রচুর সাউন্ড থাকলে সেটি কমিয়ে এনে অডিও কোয়ালিটি বৃদ্ধি করা, ভিডিওর মধ্যে মিউজিক এ্যাড করে ভিডিওটিকে মান সম্মত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ করার মত একটি কনটেন্ট তৈরি করাই ভিডিও এডিটিং এর কাজ।

মোশন গ্রাফিক্স,

 Motion graphics design আমরা আশেপাশে সবসময়ই দেখে থাকি! Television এ যেই Ad গুলো আমরা দেখি, মুভির শুরুতে যেই Intro পার্ট অথবা Title animation দেখতে পাই এগুলো সবই Motion graphics এর কাজ।

এই কোর্সে আপনি Motion graphics এ কিভাবে Composition করবেন, কিভাবে Green Screen নিয়ে কাজ করবেন, টাইপোগ্রাফি, ক্যামেরা, লাইটিং, After Effect tools, 3D space এ টাইপোগ্রাফি অ্যানিমেশন, টেক্সট রোটেশন ফর্মুলার মত মোট ১৩ টি বিস্তারিত লেসন পাবেন।  


0 মন্তব্যসমূহ