ঝগড়া তোমার ভীষন দামী । মাহমুদ দীপক

 

ঝগড়া তোমার ভীষন দামী
মুখ উচিয়ে তাইতো আমি
ক্ষণে ক্ষনে ঝগড়া বাধাই
তাইনা দেখে জগাই মাধাই
বাজায় যেন প্রেমের সানাই।


তোমার কটু কথাই যেন
ভালোবাসার টক মিষ্টি
হাসতে হাসতে ঝগড়া বাধাই
আবার প্রেমের সানাই বাজাই।


নিজের খেয়াল তোমায় চাপাই
অলীক সুখের জগৎ বানাই
এই দুনিয়ায় তুমিই আমার
ঝগড়া করার মধুর মিঠাই


তাইতো আমি উচ্চগলায়
ঝগড়া দিয়েই নালিশ জানাই
পরজীবনে আবার মোরা
প্রেমের কলা আবার শানাই।

ঝগড়া তোমার ভীষন দামী


0 মন্তব্যসমূহ