আজকে তোমার জন্মদিন । মাহমুদ দীপক

 


শুভক্ষণের শুভ দিনে
তুমি এলে এই দিনে
আজ যে সেই, বিশেষ দিন
আজকে তোমার জন্মদিন।

শখের পুতুল, মন্ডা মিঠাই
সবকিছুতেই মন রঙিন
বছর ঘুরে আবার এলো
আজ যে সেই, বিশেষ দিন
আজকে তোমার জন্মদিন।

লাল শাড়িতে জড়িয়ে রাখা
পুরান দিনের আবির মাখা
লাজুক তোমার মুখটি যেন
আজও আমার তটে আঁকা

বিশেষ দিনের বিশেষ ক্ষণে
বধুর বেশে তোমার পরশ
সব ছাড়িয়ে সব হারিয়ে
আজও আমার হৃদয় টানে।

শুভ দিনের সেই তুমি আজ
আলো ছড়াও ভুবন জুড়ে
তোমার পরশ ভালোবাসায়
আশার প্রদীপ আমার ঘরে।

শুভক্ষণের শুভ দিনে
তুমি এলে এই দিনে
আজ যে সেই, বিশেষ দিন
আজকে তোমার জন্মদিন।

আজকে তোমার জন্মদিন

0 মন্তব্যসমূহ