ঝড়!
আসে ঝড় চারিদিক মহা সমীরনে,
সতত এ বারিবহে এই ধরাধামে।
গ্রীষ্মের দাবাদাহ তপ্ত এ বুকে
শীতল আবেশ বহে কী যাতনা সুখে।।
শৈশব প্রেম যত,সেই শুধু অবগত
বিদেশেতে অধিবাস যার।
কত স্মৃতি অবগত নিঃশ্বাসে নির্গত
ফিরে যেন আসে নাহি আর ।।
কত রূপ দেখিয়াছি, কত মায়া ভুলিয়াছি,
এ স্নেহের তৃষ্ণা শুধু, মেটে কার জলে?
কোন সুখ অনুভবে, ক্ষনিকের বৈভবে
ছুটে চলি রাত দিন পার ।।
সব যেন মিছে মিছি
ক্ষীন আশা নিয়ে বাঁচি
স্বার্থক এ জনম ভোলে
মাগো তব আঁচলেরই তলে।
আর কি দেখা হবে আর !
--------------------------
শৈশবের কিছু অতি পরিচিত গন্ধ থাকে,
সেই গন্ধগুলোর সাথে জড়িয়ে থাকে কিছু স্মৃতি।
সেই গন্ধ আর স্মৃতিগুলো তখনই স্মৃতি হয়ে ওঠে যখন শৈশব অনেক দূরে চলে যায়। হঠাৎ করে যখন সেই স্মৃতির মুখোমুখি হওয়া যায় তখন আনন্দে,বিষাদে মনটা ভার হয়, শৈশবটাকে মনে পড়ে। অসম্ভব জেনেও ফিরে যেতে ইচ্ছে হয়, সেই সব পুরনো দিনগুলিতে।
এই জানালায় কাটিয়েছি শৈশবের দিন রাত ....
হাহাকার না সুখস্মৃতি কে জানে। এভাবেই কেটেছে শৈশব। তখন এসবের মূল্য বুঝিনি। সামান্য বাঁধা পেলেই শৈশবের প্রতি রাগ হত, মনে হত বড় হলে কত স্বাধীন থাকতাম, যা ইচ্ছে তাই করতে পারতাম। তখন কি আর জানতাম, এই পরাধীন সময়টার জন্য স্বাধীন সত্তাটা এইভাবে আকুতি করবে? আসলে শৈশব হল চলে যাওয়া প্রেমিকার মত। যখন থাকে তখন ভালো লাগে না, যখনই চলে যায় তখনই মিস করা শুরু হয়।
ছোট বোন শিলার বৃষ্টির পোষ্টটা আজ আমাকে আমার নষ্টালজি শৈশব মনে করিয়ে দিল। ভালো থাকো শিলা ও তোমরা সবাই।।
শৈশব অনুভূতি ........মাহমুদ দীপক।২৬ মে ২০২১ইং
0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.