স্নেহ মাখা মা | মাহমুদ দীপক


বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে জানাই শ্রদ্ধা আর ভালোবাসা।
আমার নিবেদন: 🙏স্নেহ মাখা মা।🙏
স্নেহ মাখা পরশ মায়ের, ভুলায় হৃদয় মন।
মা ছাড়া এই বিশ্বমাঝে, কেউই নয় আপন।
মায়ের জন্যে দেখতে পারি, রূপে অপরূপ ধরা।
সেই রূপেতে মুগ্ধ নয়ন, আমি যে মাতৃহারা!

প্রথম যেদিন হাঁটতে শিখি, মায়ের হাতটি ধরে,
লিখতে শিখি বর্ণমালার, মা কথাটি হাত নেড়ে।
কাঁদতে গেলে মা মা বলে, ডাকটি দিতাম জোরে,
ছুটে এসে আদর করে, কোলে নিতে, আমায় ধরে।

স্নেহ ভরা পরশ মায়ের, জুড়ায় মন ও প্রাণ,
কোলে বসে শুনতাম মায়ের, সেই ঘুমপাড়ানী গান।
তোমার, স্নেহ, আদর পেয়ে সবই যেতাম ভুলে,
খেলার ছলে, খাইয়ে দিতে ভাতটি মুখে তুলে।

তোমার স্নেহের পরশ মাখা, শৈশবেতে আমি।
দিয়েছি কত কষ্ট তোমায়, সে কথাটি জানি,
তোমায় মনে পড়ে মাগো, আজও মনে পড়ে,
তোমার কথা বললে মাগো, চোখ যে জলে ভরে।

মা তুমি গেছো চলে, একলা আমায় ফেলে,
আজও কেঁদে তোমায় ডাকি, ভাসিয়ে চোখের জলে।
তোমার অভাব পূর্ণ করো, এসো মাগো ফিরে।
তোমার লাগি আজও কাঁদি, ভাসিয়ে আঁখি নীরে।
মাহমুদ দীপক।
৯ই মে ২০২০, বিশ্ব মা দিবস।

0 মন্তব্যসমূহ