অচেনা জীবন, মাহমুদ দীপক, আবৃত্তি : মসিউদ্দিন খান সমীর।

অচেনা জীবন, মাহমুদ দীপক, আবৃত্তি : মসিউদ্দিন খান সমীর। 
অচেনা জীবন, ..মাহমুদ দীপক।
এ কেমন জীবন, অচেনা জীবন
এ কেন ঘাতক, নীরব ঘাতক।
ছিন্ন করেছে মায়ার বাঁধন,
ছিন্ন করেছে নাড়ীর বাঁধন।
বিষিয়ে দিয়েছে প্রাণের নিঃশ্বাস,
ভালোবাসার পরশ, মমতার দীর্ঘশ্বাস।
রক্তের বন্ধন আজ অনুভূতিহীন নির্দয়,
নাড়ীর চির চেনা সম্পর্ক আজ চির অচেনা।
এ যেন এক অচেনা জীবন, অচেনা শহর।
অচেনা মানবতা, অচেনা সভ্যতা।
পাড়ার মাঠে আজ নেই কোন কোলাহল।
লোকালয় যেন আজ স্তম্ভিত, নিশ্চুপ, নিশ্চল।
রাজপথে যেন আজ শুনশান নীরবতা।
বৈদ্যুতিক তারে দাড় কাকের সারিবদ্ধ মিছিল।
ভারী হয়ে গেছে বাতাস, বাতাসে শুধু লাশের গন্ধ।
শুধু মৃত্যুর হাতছানি।
এ কেমন নির্মমতা,
পথের পাশে ফেলে যাওয়া,
পিপাসার্ত বৃদ্ধপিতার বাঁচার আকুতি।
মা হারা শিশুর নির্মম আর্তনাদ।
একমাত্র শেষ আশ্রয়স্থল বৃদ্ধ স্বামীর
মৃতদেহের পাশে বৃদ্ধার অসহায় নিস্পলক চেয়ে থাকা।
রক্তের বন্ধন আজ যেন বড় অসহায়।
এ কোন ঘাতক, নীরব ঘাতক,
অচেনা জীবনের করুন কাহিনী,
চারিদিকে শুধু মৃত্যুর হাতছানি।
হাসপাতালের করিডোরে মৃত লাশের স্তুপ।
একটু পরপর এ্যাম্বুলেন্সের হুইসেল বাজিয়ে ছুটে চলা।
প্রতিদিন যেন মৃত্যুর মিছিল বেড়ে চলা।
হে অসীম অনন্ত ধারা এ কেমন ছন্দপতন তোমার ?
প্রলয় সৃষ্টি তোমার ধরায়ে এ কোন বৈসাদৃশ্য।
ক্ষমা করো প্রভু, প্রাণের মালিক, প্রাণ দাও এ ধরনীতে,
প্রাণের নিঃশেষে যেন এ ধরণী ধারিবে বিধবা বেশ।
ধরণীর পতি, সেতো মানবেরই প্রাণ।
পতি ছাড়া জায়া থাকে না তো মান।
এ যেমন সময়, তোমার ক্ষমায়,
বাঁচিবে যে প্রাণ, তোমার ধরায়।।
-------------------------------------------------
জীবনের সবকিছু আজ যেন উল্টাপাল্টা হয়ে গেছে। কবে আমরা মুক্তিপাব এই জীবন যুদ্ধ থেকে। কবে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ফিরে আসবে জীবনের সেই স্বাভাবিক গতি। একমাত্র আল্লাহ্ তায়লাই জানেন......সবকিছুর সমাধান একমাত্র তিনিই।
মাহমুদ দীপক ..২৩ ০৪ ২০২০ইং
#অচেনাজীবন #মাহমুদদীপক 

0 মন্তব্যসমূহ