স্নেহ মাখা পরশ মায়ের, ভুলায় হৃদয় মন। মাহমুদ দীপক।

মা 

 স্নেহ মাখা পরশ মায়ের, ভুলায় হৃদয় মন।
মা ছাড়া এই বিশ্বমাঝে, কেউই নয় আপন।
মায়ের জন্যে দেখতে পারি, রূপে অপরূপ ধরা।
সেই রূপেতে মুগ্ধ নয়ন, আমি যে মাতৃহারা!
প্রথম যেদিন হাঁটতে শিখি, মায়ের হাতটি ধরে,
লিখতে শিখি বর্ণমালার, মা কথাটি হাত নেড়ে।
কাঁদতে গেলে মা মা বলে, ডাকটি দিতাম জোরে,
ছুটে এসে আদর করে, কোলে নিতে, আমায় ধরে।
স্নেহ ভরা পরশ মায়ের, জুড়ায় মন ও প্রাণ,
কোলে বসে শুনতাম মায়ের, সেই ঘুমপাড়ানী গান।
তোমার, স্নেহ, আদর পেয়ে সবই যেতাম ভুলে,
খেলার ছলে, খাইয়ে দিতে ভাতটি মুখে তুলে।
তোমার স্নেহের পরশ মাখা, শৈশবেতে আমি।
দিয়েছি কত কষ্ট তোমায়, সে কথাটি জানি,
তোমায় মনে পড়ে মাগো, আজও মনে পড়ে,
তোমার কথা বললে মাগো, চোখ যে জলে ভরে।
মা তুমি গেছো চলে, একলা আমায় ফেলে,
আজও কেঁদে তোমায় ডাকি, ভাসিয়ে চোখের জলে।
তোমার অভাব পূর্ণ করো, এসো মাগো ফিরে।
তোমার লাগি আজও কাঁদি, ভাসিয়ে আঁখি নীরে।
মাহমুদ দীপক।
৯ই মে ২০২০, বিশ্ব মা দিবস।

Ma Jononi (Official Lyric Video) | Mariom Maria

Song: Ma Jononi Singer: Mariom Maria Lyric: Fukrul Karim Tune & Compostion: Rafiqul Aziz Tito Sound Editing: Abdul Selim Video Editing: @Abir Mahmud Dipto
Lyrics: মা জননী হল সেরা এই দুনিয়ায় তার আদর যত্ন নিয়ে জীবনটা সাজাই মা ও মা ওগো মা সেরা তুমি এই দুনিয়ায়। সুখের দিনে দুঃখের দিনে মাকে পাশে চাই তুমি ছাড়া শূন্য জীবন যেদিকে তাকাই। মাগো তোমার হাসি দিয়ে মুক্ত ঝরে যায় আমরা মাগো বেঁচে আছি তোমারি ছায়ায়। তুমি আমার আধাঁর রাতে চাঁদেরই আলো মা জননী দোয়া করো থাকি যেন ভালো তুমি আমার স্বর্গ মাগো এই দুনিয়ায় তুমি ছাড়া বেঁচে থাকা বড় অসহায়।
----------------------------------------------------
মা মাগো কোথায় তুমি তোমার ছেলে আজ বড় হয়েছে যেমনটি চেয়েছিলে তুমি, বাবাকে অভিমান করে বলেছিলে তুমি দেখে নিও ও একদিন মানুষের মত মানুষ হবে বাবা হয়ত সেদিন ভেবেছিল এটা বুঝি তুমি তাকে কথার কথা বলছ..
আজ তুমি নেই মা আমার মামনি আছেন বাবাও আছেন তোমার সেই ছোট্ট ছেলেটি আজ সত্যি বড় হয়েছে মা...
তোমার ছেলে আজ তোমার কোল ছেড়ে সাড়া পৃথিবী ঘুরে বেড়ায়, বিপদের আশংখায় যাকে তুমি এক মুহুর্তের জন্যও চোখের আড়াল করনি মা, সে আজ আনেক বড় হয়েছে মা আজ শুধু তোমার কথা ভেবে তোমার ছেলে আঁকশের তারা গুনে মা।
তুমি বলেছিলে মানুষ মরে গেলে নাকি আঁকাশের তারা হয়ে যায়, তাইতো তোমাকে খুজে পেতে বারবার আঁকাশে
তারাদের সাথে মিতালী করেছি মা ..তুমি কি দেখতে পাও মা ..তোমার বাবুটাকে.. ছোট্ট বাবুটা তোমার,.. আজও কপালে কাজলের টিপ পরে তাকিয়ে আছে আঁকাশের দিকে ...

0 মন্তব্যসমূহ